হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি(৯ জানুয়ারী) :: কিছু দিন আগে গর্জনিয়া বাজারের জানজট নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে, স্তানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের টনক নড়ে।
এতে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু নোমানের নেতৃত্বে ৯ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় কচ্ছপিয়া ইউপি কার্যালয়ে এক জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়।
এতে গর্জনিয়া বাজার ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক সংঘটনের নেতা ও আওয়ামীলিগ নেতা ছাড়াও গর্জনিয়া পুলিশ ফাড়ি অংশ নেয়। রামুর কচ্ছপিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, গর্জনিয়া পুলিশ ফাড়ির আইসি পরিদর্শক কাজি আরিফ উদ্দিন, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলিগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন সোহেল, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল, মৌলানা আলি আকবর, যুবদল সম্পাদক সামশুল আলম শাহিন, রামু উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবু শামা, ব্যবসায়ী মনসুর প্রমুখ।
সভায় উপস্তিত সকলের সম্মতিতে বাজারের জানজট নিরসনের লক্ষে সকল প্রকার যানবাহন বাজারের বাইরে রাখার সিদ্ধান্ত হয়।
এতে বক্তারা গর্জনিয়া বাজার কে জানজট মুক্ত করা যাবে বলে মত দেন। বাজারের জানজট নিরসনের জন্য যুবলিগ সম্পাদক নাছির উদ্দিন সোহেল ও আবছার মেম্বার কে দায়িত্ব দেওয়া হয়।
তারা স্তানীয় পরিষদ ও পুলিশের সহযোগিতায় বাজারের সকল প্রকার গাড়ি যেমন টমটম, মোটর সাইকেল, সিএনজি, জিপ, রিক্সাসহ সব যানবাহন বাজারের বাইরে রাখার ব্যবস্তা করবে। এতে পুর্বে থানার পিছনে ও পশ্চমে ব্রীজের পরে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়।
সুত্রে প্রকাশ, রামু উপজেলার গর্জনিয়া বাজারে যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে ক্রেতা সাধারন ও স্থানীয়রা। এই যানজটের জন্য অন্যতম দায়ী করা হয় অবৈধ টমটম (ইজিবাইক) ও বাজারের অভ্যন্তরীণ জায়গায় পার্কিং এবং যত্র তত্র গাড়িকে। যানজট মুক্ত করতে এসব অবৈধ বাস, মোটর সাইকেল ও অবৈধ টমটম দ্রুত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন বাজার ব্যবসায়ী ও আগত ক্রেতা সাধারন।
পরিদর্শনে দেখা গেছে, গর্জনিয়া বাজারের প্রধান সড়ক একেবারে আটকানো। সারি সারি মোটর সাইকেল, টমটম, জিপ, আর অবৈধ ডাম্পারের কারনে কোন ভাবে সামনে এগানোর জায়গা নেই।
কচ্ছপিয়া মৌলভির কাটার মইনুদ্দিন সোহেল জানান, প্রতি সোমবার বৃহ্সপতিবার গর্জনিয়া বাজারে বাজার বসে। আর ওই দিন এলেকার সমস্ত গাড়ি বাজারের ভিতর ভিড় করায় যানজট আরো বেড়ে যায়।
গর্জনিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আবুল কাসেম মেম্বার জানান, সাপ্তাহে যে দু দিন এখানে বাজার বসে ওই দিনে যদি গাড়ির স্টেশন বা যাত্রী উঠা নামার জায়গা বাজারের বাইরে করা হয় তাহলে এখানে যানজট কমবে।
কচ্ছপিয়া যুবলীগ সম্পাদক নাছির উদ্দিন সোহেল জানান, প্রতি বাজারে যাত্রী উঠা নামার গাড়ি গুলো যদি বাজারের বাইরে রাখা হয় তাহলে যানজট অনেকটা কমবে বলে আশা করি।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta