সোয়েব সাঈদ,রামু(১৭ জুন) :: রামুতে কাভার্ড ভ্যান চাপায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।শনিবার (১৭জুন) ভোর ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হোছন আলী (৬০) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।
জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসা মাত্র কক্সবাজার অভিমুখি দ্রুতগামী কাভার্ডভ্যান বৃদ্ধ হোছন আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। ঘটনার পরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়ছেন, অনেক চেষ্টা করেও গাড়িটির হদিস পাওয়া যায়নি।
শনিবার বাদে মাগরিব জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চৌধুরী পাড়া এলাকায় জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta