
শহিদুল ইসলাম,উখিয়া(২৯ আগষ্ট) :: কক্সবাজার-টেকনাফ সড়কের রামু তুলাবাগান এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশী ৮শ পিস ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে।
মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়। রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার ফরিদুল আলমের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা গ্রামের নজির আহমদের ছেলে মোক্তার মিয়া (২০)।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

Posted ৬:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta