গোলাম মওলা,রামু(২১ মে) :: রামুতে মরিচ্যা সড়কের নাসিরকুল বড়কোয়ার বেইলি ব্রীজ মরণ ফাঁদে পরিণত হয়েছে । ব্রীজের মাঝ বরাবরই ভেঙ্গে গেছে। এমন ঝুকিপূর্ন ব্রীজ দিয়ে চলাচল করছে জেলার প্রায় সহ¯্রাধিক যানবাহন। এ অবস্থায় প্রাণহানীসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
কিছুদিন আগে সেটি মেরামত করা হলেও ঝুকি কমেনি। স¤প্রতি আবারো ব্রীজটি একই জায়গায় ভেঙ্গে গিয়ে আগের চেয়ে খারাপ আবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকা নাসিরকুল বেইলী ব্রীজটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে।এ অবস্থায় ঝুকির মুখে চলাচল করছে সেখানকার হাজার হাজার মানুষ।
রামু উপজেলার সদরের পাশের রাজারকুল ইউনিয়নে নাসিরকুল বড়কোয়ার এ বেইলি ব্রীজ টি অনেকদিন ধরে খুবই নাজুক অবস্থায় রয়েছে। কিছুদিন আগে বেইলি ব্রীজটি ভেঙ্গে এক ব্যাক্তি মটর সাইকেল নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিল। বাবুল নামে এলাকার বাসিন্দা জানান, এ ব্রীজ মেরামতের জন্য জনপ্রতিনিধিরা বার বার চিঠি দিয়েছে। এমনকি এলাকার সচেতন ব্যাক্তিরা একাধিকবার কতৃপক্ষকে মেরামতের তাগিদ দিয়েছে। কিন্তু কোন সুফল পাওয়া যায়নি বলে তারা জানান।
এ ভাঙ্গা ঢালের সংস্কার না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংস্কার কাজে বিলম্বতায় কারণে উপজেলা প্রকৌশলীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। বেইলী ব্রীজটির বিভিন্ন জায়গায় বড়বড় ফাটল দেখা দিয়েছে। গত ৫ বছর ধরে একই অবস্থায় আছে। ইতোমধ্যে ট্রাক চলাচলে নিষেদ্ধাজ্ঞা জারী করেছে সড়ক ও জনপথ বিভাগ ।
জানাগেছে, ৫ বছর ধরে ব্রীজটি ঝুকিপুর্ন অবস্থায় আছে এবং মাঝে মাঝে স্টিলের পাত দিয়ে মেরামত করেছে কিন্তু তারপরও ঝুকি কমেনি। ট্রাক চলাচল বন্ধ করার কথা বলা হলেও সেখানে ক্ষমতাসীনদের প্রভাবে ট্রাক চলাচল করছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্কা রয়েছে । দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রীজের পাশের আয়রন ষ্ট্রাকচারের বিভিন্ন সড়যামাদী খুলে নেয়ায় এ অবস্থার সৃস্টি হয়েছে। তাই জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার না হলে যে কোন সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে।
এব্যাপারে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাছে এলাকাবাসীর দাবী , ঝুকিপূর্ন বেইলী ব্রীজটি অপসারন করে সেখানে নতুন করে ব্রীজ করার জন্য এবং ঝুকিপুর্ন ব্রীজের উপর দিয়ে ৫ টনের ওজনের গাড়ী চলাচলে নিষেধাজ্ঞা জারী করে চলাচল বন্ধ করে দেওয়ার হয়।
Posted ৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta