সোয়েব সাঈদ, রামু :: ঢাকাস্থ কক্সবাজারবাসীর অভিভাবক সমতূল্য, সমাজসেবক ফণি ভূষণ শর্মা সোমবার, ৯ ডিসেম্বর দুপুর দুইটায় ঢাকার মিরপুরস্থ নিজ বাসভবনে মারা গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, রামুতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
স্বাধীনতা পরবর্তী ঢাকা শহরে কক্সবাজারবাসীর অন্যতম অভিভাবক হিসেবে ফনি ভূষণ শর্মা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি কক্সবাজার জেলা রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি জন্ম গ্রহন করেন।
১৯৬৩ সালে সালে রামু খিজারী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর ঢাকা জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন তিনি।
এরপর ১৯৬৬ সালে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে সরকারি চাকুরিজীবী হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ফনি ভূষণ শর্মা কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।
২০২২ সালে রামু সমিতি তাঁকে “রামু সমিতি সম্মাননা” ও ২০২৩ সালে কক্সবাজার সমিতি ‘কক্সবাজার সম্মাননা ২০২৩” প্রদান করেন।
ফণি ভূষণ শর্মার মৃত্যুতে রামু সমিতি, ঢাকা গভীর শোক প্রকাশ করেছে।
ঢাকাস্থ রামু সমিতির সভাপতি মাফরুহা সুলতানা ও সাধারণ সম্পাদক সুজন শর্মা স্বাক্ষরিত শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta