সোয়েব সাঈদ, রামু :: রামু সরকারি কলেজ ২০২৪ সনের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে বুধবার, ৫ ফেব্রুয়ারি দুপুরে রামু সরকারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়ার সভাপতিত্বে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক রেজিস্ট্রার রায়হান আজাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রভাষক তৌসিফ আহমেদ, রামু সরকারি কলেজের সিনিয়র শিক্ষক আ ন ম জহির উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, শিক্ষক মোবারক হোসেন, রাজিয়া সুলতানা, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- তথ্য প্রযুক্তি উৎকর্ষতার এ যুগে শিক্ষার্থীদের আগামীদিনের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে হবে।
তবেই নিজের সুন্দর আগামী গড়ার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
এজন্য নিয়মিত অধ্যয়ন, সুন্দর চরিত্র গঠন ও সৃজনশীল প্রতিভার বিকাশে শিক্ষার্থীদের আরও বেশী আন্তরিক হতে হবে।
বক্তারা আরও বলেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ জনপদের শিক্ষার্থীদের আধুনিক, মানসম্পন্ন উচ্চ শিক্ষার প্রসারে অবদান রাখছে।
অর্থের অপচয় রোধ করে স্থানীয় শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত রামু সরকারি কলেজের ২০২৪ সনের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩ শতাধিক কৃতি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এতে কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta