কক্সবাংলা ডটকম(১৭ জুন) ::প্রত্যাশার চাপ জয় করেছেন তিনি সবসময়। নিজের দলের সমর্থকদের দুয়োও সহ্য করে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো দিনের পর দিন। সমালোচকদের কথার তীর গায়ে লাগতে দেননি তিনি কখনও। এককথায় সব বাধা জয় করে বারবার বীরের বেশে ফিরে এসেছেন রোনালদো। সেই তিনিই এবার ভেঙে পড়েছেন! কর ফাঁকির মামলায় নাকি স্পেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। তাই রিয়ালের সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে বলে খবর পতুর্গিজ এক পত্রিকার।
Posted ২:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta