কক্সবাংলা ডটকম(২২ মে) :: ট্রফি তারা আগেই নিশ্চিত করেছিল। এবার গরল নতুন রেকর্ড। যার দ্বারা সান্ডারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে লিগ শেষ করল আন্তোনিও কোন্তের দল। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মরসুমে ৩০টিতে জয়ের নজির গড়ল ‘ব্লুজ’। রেকর্ড ও জয় নিয়ে অধিনায়ক জন টেরির বিদায়ী ম্যাচটাও স্বর্নাক্ষরে খচিত থাকল।
স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার সান্ডারল্যান্ডকে ৫-১ গোলে হারায় চেলসি। চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন আগেই সেরে নেওয়া দলটি লিগ শেষ করল ৯৩ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে দাপুটে জয় দিয়ে লিগ শেষ করেছে টটেনহ্যাম হটস্পার। হ্যারি কেইনের হ্যাটট্রিকে হাল সিটির মাঠ থেকে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়া দলটি। টটেনহ্যামের বাকি চার গোলদাতা ডেলে আলি, ভিক্টর ওয়ানিমা, বেন ডেভিস ও টবি অল্ডারভাইরেল্ড।
এই হ্যাটট্রিকের সুবাদে সর্বোচ্চ ২৯ গোল নিয়ে ২০১৬-১৭ লিগ শেষ করলেন কেইন। সতীর্থদের দিয়ে সাতটি গোলও করিয়েছেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। ২৫ গোল নিয়ে তালিকায় দ্বিতীয় এভারটনের রোমেলু লুকাকু। ওয়াটফোর্ডের মাঠে ৫-০ গোলে জিতে লিগ শেষ করেছে ম্যানচেস্টার সিটি। ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় পেপ গুয়ার্দিওলার দল।
অ্যানফিল্ডে মিডলসবরোকে ৩-০ গোলে হারিয়ে ৭৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে লিভারপুল। ৭৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা আর্সেনাল নিজেদের শেষ ম্যাচে এভারটনকে হারিয়েছে ৩-১ গোলে।
যারফলে এই চারটি আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করল।
Posted ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta