কক্সবাংলা ডটকম(১৫ আগস্ট) :: যা আশঙ্কা ছিল তাই হল। রেফারিকে ধাক্কা দেওয়ার অভিযোগে পাঁচ ম্যাচ নির্বাসিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিঃসন্দেহে যা রিয়াল মাদ্রিদের কাছে বড় ধাক্কা।
রবিবার ন্যূ ক্যাম্পে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ভিতটা মজবুত করে রাখে রিয়াল। কিন্তু সেই ম্যাচেই ঘটে বিপত্তি। ঠিক কী হয়েছিল? রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেওয়ার পরই জামা খুলে সেলিব্রেশন করেন রোনাল্ডো। ফুটবলের নিয়মানুযায়ী রেফারি তাঁকে প্রথম হলুদ কার্ডটি দেখান। এর কয়েক মিনিট পর বার্সা ডিফেন্ডার উমিটিটির সঙ্গে ধাক্কা লাগায় পেনাল্টি বক্সে পড়ে যান সিআর সেভেন।
‘ডাইভ’ দিয়ে পেনাল্টি আদায় করতে চাইছেন রোনাল্ডো, এমন আচরণের জন্য রেফারি দ্বিতীয় হলুদ কার্ডটি দেখান। তখনই রেগে গিয়ে রিকার্ডো ডে বুর্গোসকে ধাক্কা মারেন সিআর সেভেন। পরে রিপোর্টেও জানানো হয়, মাঠে অখেলোয়াড়োচিত আচরণ করেছেন রিয়াল স্ট্রাইকার। আর সেই কারণেই আগামী পাঁচ ম্যাচের জন্য নির্বাসিত করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
এমনিতেই লাল কার্ড দেখায় সুপার কাপের দ্বিতীয় লেগে ঘরের মাঠে পর্তুগিজ তারকাকে পাবে না দল। কিন্তু শাস্তির কোপে পড়ে লা লিগার চারটি ম্যাচেও দলে থাকা হচ্ছে না তাঁর। অর্থাৎ ২০ সেপ্টেম্বর বার্নাব্যুয়ে রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত সাইডলাইনেই থাকতে হচ্ছে তাঁকে।
মরশুমের শুরুতেই রোনাল্ডোহীন রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। যদিও তা ছিল প্রস্তুতি টুর্নামেন্ট। আর এদিন সুপার কাপের প্রথম লেগের খেলায় জিনেদিন জিদানের ছেলেরা দেখিয়ে দিল কেন তাঁরা ইউরোপ সেরা। উলটোদিকে, বার্সেলোনা শিবিরে নেইমারের অভাবটা বারবার ফুটে উঠছিল। উয়েফা সুপার কাপের মতোই এদিনও দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে মাঠে নামান রিয়াল কোচ জিনেদিন জিদান।
একটি গোল করেন তিনি। কিন্তু রোনাল্ডোর এমন শাস্তিতে জয়ের পরও বেশ অস্বস্তিতে গোটা রিয়াল শিবির। স্প্যানিশ ফুটবলের ৯৬ নম্বর ধারা অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি রেফারির গায়ে হাত দেন বা তাঁকে ধাক্কা মারেন, তাহলে তাঁকে ৪ থেকে ১২ ম্যাচের নির্বাসনের শাস্তি দেওয়া হয়। এক্ষেত্রে ন্যূনতম শাস্তিই পেলেন রোনাল্ডো।
Posted ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta