কক্সবংলা ডটকম :: এর আগে আরব ক্লাব কাপে পাঁচবার অংশ নিয়েছিল সৌদি ক্লাব আল নাসর। কিন্তু কোনোবারই সেমিফাইনাল বাধা টপকাতে পারেনি দলটি। অবশেষে ব্যর্থতার অবসান ঘটল এবার। দলটিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে দলটির চেহারা।
সেই ধারায় এবার ক্লাব কাপের ফাইনালে উঠতেও তার গোলেই শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিল ক্লাবটি।
বুধবার রাতে সেমিফাইনালে ইরাকি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আল শোর্তাকের মুখোমুখি হয় আল নাসর। চ্যাম্পিয়ন দলটাকে শেষ পর্যন্ত ১-০ গোলে হারায় আল নাসর। এর ফলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে ওঠার ইতিহাস গড়েছে তারা। প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে এ দিন একমাত্র গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল আল নাসর। বেশ কয়েকবার সুযোগ তৈরি করে, বল দখলের লড়াইয়েও আল নাসর ছিল এগিয়ে। তবুও প্রথমার্ধে গোল পেতে ব্যর্থ হয় দলটা। অবশ্য আল শোর্তাকের রক্ষণ দেয়াল ভেদ করাটা কঠিন ছিল রোনালদোদের জন্য।
প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোল পায় আল নাসর। সেটিও ম্যাচের ৭৫ মিনিটের সময়। সফল স্পট-কিক থেকে দলকে উদযাপনের মুহূর্ত এনে দেন রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদির ক্লাব আল নাসরে যোগ দেওয়া আরেক তারকা ফুটবলার সাদিও মানে ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
দলকে ফাইনালে নিতে পেরে উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের প্রশংসার পাশাপাশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘অসাধারণ কায়দায় সমর্থনের জন্য এবং সবসময় সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য আমাদের ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের এবারের আসরে গোলদাতাদের তালিকায়ও শীর্ষে আছেন ৩৮ বছর বয়সি রোনালদো। এ আসরে পাঁচ ম্যাচ খেলেই করেছেন চারটি গোল। সবশেষ চার ম্যাচেই পান গোল। ফাইনালের লড়াইয়ে আল নাসর মুখোমুখি হবে স্বদেশি ক্লাব আল হিলালের। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে আগামী শনিবার কিং ফাহাদ স্টেডিয়ামে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta