কক্সবাংলা ডটকম(৪ জুন) :: জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোই। মেসিকে টপকে যাওয়ার রাতে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে গোল করার পাশাপাশি দেশ-ক্লাব মিলিয়ে ৬০০তম গোলের মাইলফলকে নাম লিখিয়েছেন সিআর সেভেন।
কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে দুই লেগে পাঁচ গোল, সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক, ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুটি। ক্রিস্টিয়ানো রোনালদোর যেন থামার নামই নেই!
‘ডুউডেসিমা’ অর্থাৎ, দ্বাদশ শিরোপা জেতার রাতে জুভেন্টাসকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কার্ডিফে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে আধুনিক যুগে প্রবেশের পর চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়া টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম কোন দল হিসেবে টানা দুটি শিরোপা ঘরে তুলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। তাতেই জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ২০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ২০০৮ সালে ফাইনালে ম্যানইউর হয়ে প্রথমবার, ২০১৪ সালের ফাইনালে অ্যাটলেটিকোর বিপক্ষে দ্বিতীয়বার গোল করেছিলেন। কার্ডিফে এল তৃতীয় ফাইনাল গোল। তবে সবই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়ার পর। কেননা ইউরোপিয়ান কাপের আমলে সাবেক রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো টানা পাঁচটি ফাইনালে গোল করার কীর্তি গড়ে রেখেছেন।
মধ্যবিরতির পর ৬৪ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে শিরোপা থেকে ছিটকে যায় জুভরা। এটি আসরে রোনালদোর ১২তম গোল। তাতে বার্সেলোনার লিওনেল মেসিকে (১১) টপকে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন পর্তুগিজ অধিনায়ক। সেইসঙ্গে ক্লাব ও দেশ মিলিয়ে ৬০০টি গোলের মাইলফলকও স্পর্শ করলেন পঞ্চমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এড়িয়ে থাকা সিআর সেভেন। যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৯ গোল; আর বাকি ৭১ গোল পর্তুগালের জার্সিতে করেছেন।
বর্ণিল রাতে রঙিন ক্যারিয়ারে আরো তিনটি অনন্য অর্জনের পালকই যুক্ত করেছেন রোনালদো। ম্যাচ শেষে তাই দৃঢ়চিত্তেই বললেন, ‘এজন্যই আমি নিজেকে প্রস্তুত করেছি। বড় শিরোপাগুলো জিততে মৌসুমের শেষে আপনাকে দারুণ কিছুই করতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে মোট ১০৫টি গোল হল রোনালদো। শতক হাঁকানো হয়নি আর কারো। চলতি মৌসুমে মোট ৪২টি গোল করা তারকা সীমাহীন আনন্দের মুহূর্তে কোচ জিদানের কথাও ভুললেন না, ‘জিদান আমাদের কিছু ইতিবাচক কথা বলেছিলেন। দ্বিতীয়ার্ধে সেটারই ফল এসেছে। এটা আমাদেরই প্রাপ্য।’
Posted ১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta