হুমায়ুন রশীদ,টেকনাফ(৯ সেপ্টেম্বর) :: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং এলাকায় রাখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এজন্য সেখানকার ২ হাজার একর পাহাড়ি এলাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েয়ে সরকার। তারই প্রেক্ষিতে উখিয়ার কুতুপালং এলাকায় একটি পাহাড়ে ২ হাজার একর জমি নির্ধারন করা হয়েছে।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত যে সকল রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের নির্ধারিত জমিতে একত্রে রাখা হবে। সকল রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করবে সরকার।
মন্ত্রী শনিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া শরনার্থী শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী বাংলাদেশ আসা শরনার্থীদের সাথে কথা বলেন। এবং সে দেশে তাদের উপর নির্যতনের কথা শুনেন।
এদিকে শুক্রবার সকালে মন্ত্রী উখিয়ার কুতুপালং এ বিভিন্ন শরনার্থী শিবির পরিদর্শন করেন।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta