মোসলেহ উদ্দিন,উখিয়া(১৬ জানুয়ারি) :: রোহিঙ্গাদের ত্রাণের নামে অর্থ বাণিজ্যের অভিযোগে নয়টি এনজিওর কাছে ব্যাখ্যা দাবি করেছে এনজিও বিষয়ক ব্যুরো। একইসঙ্গে এনজিওগুলোর এখতিয়ারবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন।
এসব বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১০ জানুয়ারি চিঠি দিয়েছে এনজিওবিষয়ক ব্যুরো। সাত কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে বলে জেলা প্রশাসক মো. আলী হোসেন মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন; কিন্তু অদ্যাবধি কোনো এনজিও চিঠির জবাব দেয়নি বলে একটি সূত্র জানিয়েছে।
ওই ৯টি এনজিও হলো- অগ্রযাত্রা বাংলাদেশ, কাতার চ্যারিটি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নেটওয়ার্ক ফর ইউনিভার্সেল সার্ভিসেস অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট (নুসরা), দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইউনাইটেড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (ঊষা) এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় অভিযুক্ত এনজিওগুলোকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য অনুরোধ জানালেও তারা কর্ণপাত করেনি।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta