মোসলেহ উদ্দিন,উখিয়া(৪ জানুয়ারি) :: মিয়ানমার সামরিকজান্তা ও উগ্রপন্থি রাখাইন জনগোষ্ঠি উৎপীড়ন- নিপীড়নে অতিষ্ঠ হয়ে এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক জীবন-যাপন স্বচক্ষে দেখতে এলেন ওআইসি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ওআইসির মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) প্রতিনিধি ড. রশিদ আল বালুসির নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন।
পরে প্রতিনিধি দল লম্বাশিয়া ও মধুরছড়া এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের খোঁজ খরব নেন। বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে তাদের জীবন-যাপন প্রত্যক্ষ করেন। এসময় প্রতিনিধি দল বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন।
এসময় রোহিঙ্গারা জানান, তাদের পূর্বের বসতবিটা সহায় সম্পত্তি, নিরাপদ চলাচলসহ নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে।
এসময় ড. রশিদ আল বালুসি বলেন, “রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য ওআইসি চাপ প্রয়োগ করবে। পাশাপাশি বিশ্বের একাধিক ফোরামে ওআইসির মাধ্যমে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরা হবে।”
ড. রশিদ আল বালুসি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেভাবে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার প্রশংসা করে আইপিএইচআরসি এর প্রতিনিধি ও ওআইসি সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি দলের সাথে ছিলেন ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবা, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিনসহ পদস্থ কর্মকর্তারা।
এর আগে সকালে ওআইসি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো: আলী হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মো: আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধিদল রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধি দল শুক্রবারও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta