মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(৪ সেপ্টেম্বর) :: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনা, পুলিশ ও বিজিপি কর্তৃক নিরপরাধ ও নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্যাতন, নিপীড়ন ও জাতিগত নিধনযজ্ঞের প্রতিবাদে ঈদগাঁওতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহষ্পতিবার (৭ সেপ্টেম্বর) আসর নামাজের পর ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে উক্ত কর্মসূচী শুরু হবে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে উক্ত মানব বন্ধনে রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মী, শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের মানবতাবাদী লোকজনকে উক্ত কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও মিয়ানমারের মানবতা বিরোধী অপরাধে জড়িত সেদেশের রাষ্ট্র ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে আহবান জানানো হয়েছে।
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখা মানবাধিকার কাউন্সিলের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচীতে এলাকার দলমত নির্বিশেষে মানবতাবাদী ও শান্তিকামী জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ এগিয়ে চলছে। এতে আয়োজকরা এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজ সেবক, পেশাজীবী, আলেম-ওলামা, পীর মাশায়েক, শিক্ষকসহ দলমত নির্বিশেষে সবাইকে যোগদান করতে উদাত্ত আহবান জানানো হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের পক্ষ থেকে।
Posted ৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta