শহিদুল ইসলাম,উখিয়া(১৪ সেপ্টেম্বর) :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণ করলেন সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এসময় তিনি বলেন মিয়ানমারের রোহিঙ্গারা সেদেশের রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার। এরা মজলুম। তাদের (রোহিঙ্গা) রক্ষায় জাতিসংঘের অধীনে মিয়ানমারের আরাকান ও রাখাইন রাজ্যে শান্তি রক্ষী বাহিনী মোতায়েন করার দাবী জানিয়েছেন।
জাপা চেয়ারম্যান আরো বলেন কুটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের কে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হউক। রোহিঙ্গাদের সেদেশে নিরাপদ আবাসন, অন্ন বস্ত্র, চিকিৎসা সেবা সহ সকল রাষ্ট্রীয় সুযোগ -সুবিধা প্রদানের আহবান জানান। মিয়ানমারে ফিরিয়ে না যাওয়া পর্যন্ত আমরাও রোহিঙ্গাদের পাশে আছি। তাদের সাথে সদাচরণ করুন।
যে যার অবস্থান থেকে রোহিঙ্গাদের সহায়তা করুন। রোহিঙ্গারা নির্যাতিত হয়ে এপারে চলে আশ্রয় নিয়েছে। ওপারে মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও রাখাইনদের হাতে নিপীড়নের শিকার হয়েছে। তাঁরা অনেকেই স্বজন হারিয়েছে। সহায় সম্পদ হারিয়েছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে উচ্ছেদ করে এপারে ঠেলে দিয়েছে। অসহায় হয়ে এপারে মানবেতর জীবন যাপন করছে। রোহিঙ্গাদের দুর্বিষহ পরিস্থিতি দেখে আমি (এরশাদ) নিজেও মর্মাহত। এভাবে চলতে দেয়া যায়না।
রোহিঙ্গাদের স্যানিটেশন, চিকিৎসা সেবায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ, সাহায্য সংস্থা, সরকার, দাতাদেশ সমুহ সহ সকল সমপ্রদায়, ব্যক্তি -প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন। জাতীয় পার্টি সহ এদেশের সকল জনতা রোহিঙ্গাদের পাশে আছে। সরকারের মাধ্যমে রোহিঙ্গা সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান জাপা চেয়ারম্যান।
তিনি ১৪ সেপ্টেম্বর উখিয়ার বালুখালী পানবাজারে নতুন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। এর পুর্বে তিনি কুতুপালং শরনার্থী বস্তি পরিদর্শন করেন।
এসময় ত্রাণ প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবুল এমপি, জাপা চট্রগ্রাম মহানগর সভাপতি মেহেজাবিন মোরশের্দ এমপি মৌলভী মোঃ ইলিয়াস এমপি, খোরশেদ আরা হক এমপি, সম্মিলিত ইসলামিক জোট নেতা ও ইসলামী ফ্রন্ট এর সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক এমএ মতিন, কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন শিকদার, কক্সবাজার জেলা জাপা সহসভাপতি মোশাররফ হোসেন দুলাল, কেন্দ্রীয় যুব সংহতি নেতা নুরুল বশর ভুইয়া সুজন জাতীয় ওলামা পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাও.শফিউল হক জিহাদী, নাজিম উদ্দিন সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার জাপা ও অংগ -সহযোগী সংগঠনের নেতারা এবং সম্মিলিত ইসলামীক জোট ও ইসলামী ফ্রন্ট, যুব সেনা এবং ছাত্রসেনা কেন্দ্রীয়, মহানগর, কক্সবাজার জেলা, উপজলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ তৎপরতায় অংশ নেন।
Posted ৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta