মোসলেহ উদ্দিন,উখিয়া(২৪ ডিসেম্বর) :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্যাতনের হাত থেকে রক্ষা ও প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ পর্যন্ত ৬ লাখ ৬৪ হাজার রোহিঙ্গার কলেরা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোসহ এমআর টিকা প্রদান অব্যাহত রাখা হয়েছে। ৯২ ভাগ রোহিঙ্গার ডিপথরিয়ার টিকা প্রদান করা হয়েছে। নতুন করে আর কেউ ডিপথরিয়ায় আক্রান্ত হবে না, হলেও চিকিত্সা প্রদান করা হবে।
উখিয়ায় রোহিঙ্গাদের চিকিত্সা সেবায় গঠিত তিনটি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উখিয়ার বালুখালী-১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, রাবার বাগান রোহিঙ্গা ক্যাম্প ও বালুখালী ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ঘুরে ঘুরে চিকিত্সক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং রোগীদের সঙ্গে কথা বলেন। বিদেশিদের সহায়তায় রোহিঙ্গাদের চিকিত্সা প্রদান করা হচ্ছে। মন্ত্রীর সঙ্গে বিদেশি সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মুজিবুল হক, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর রবিবার রাতে হিলটপ সার্কিট হাউজ অডিটরিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা করেন।
হিলটপ সার্কিট হাউজ অডিটরিয়ামে জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয়, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানসহ সার্বিক বিষয় তুলে ধরেন।
সভায় স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta