কক্সবাংলা রিপোর্ট(২৪ ডিসেম্বর) :: বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেবে বলে বড় মুখে অঙ্গীকার করেছিল মিয়ানমার। তার পরও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়া এবং তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী।
গত ২৩ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুল আলোচিত একটি চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে। বিশ্লেষকরা যদিও আগে থেকেই এটিকে মিয়ানমার সরকারের প্রচারণামূলক কারসাজির অংশ হিসেবে অভিহিত করেন।
তারা বলেন, এই চুক্তির ওপর ভরসা রেখে অতি উৎসাহী হয়ে বাংলাদেশ যদি এখনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে তাগাদা শুরু করে তবে তা মহা ভুল করা হবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, গত ২ ডিসেম্বরও রোহিঙ্গাদের গ্রামে আগুন দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। অবস্থাদৃষ্টে পরিষ্কার, রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নিয়ে সেখানে তাদের পুনর্বাসনের ব্যাপারে একবিন্দু আন্তরিকতা নেই সেখানকার সরকারের।
তাছাড়া, একদিকে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করা এবং অন্যদিকে দমন অভিযান অব্যাহত থাকার ঘটনার মধ্যে প্রতিফলিত রয়েছে নেপিদতে অং সান সু কির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার এবং ক্ষমতাধর সেনা নেতৃত্বের মধ্যে বিরোধের বিষয়টি।
মাঠপর্যায়েও এটি নির্মম সত্য, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া দূরে থাক, রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের দেখভাল করার ক্ষমতাটুকুও নেই সু কির সরকারের হাতে। দুই শিবিরের নেতৃত্বের মধ্যেও এ বিষয়ে যোগাযোগ নেই কোনো প্রকার। রোহিঙ্গাদের সঙ্গে সেনাবাহিনী কী আচরণ করবে সে বিষয়ে কোনো ধারণা নেই অন্যদের। বাংলাদেশ সরকারের সঙ্গে করা তাদের চুক্তির কানাকড়ি মূল্য নেই তাতমাদ, বা সেনাবাহিনীর কাছে।
অতএব, সু কির যদি কোনো প্রকার সহমর্মিতা থেকেও থাকে রোহিঙ্গাদের জন্য, সে ক্ষেত্রে তিনি চাইবেন বাংলাদেশেই বরং থেকে যাক রোহিঙ্গারা। প্রয়োজনবোধে তার জন্য বাংলাদেশ সরকারের হাতে কিছু ‘ক্ষতিপূরণ’ গছিয়ে দিতেও তারা পিছপা হবে না বলে মনে করেন পর্যবেক্ষকরা।
একদিকে, বেসামরিক সরকারের বেপরোয়া প্রতিশ্রæতির ফুলঝুরি, একই সময়ে অন্যদিকে, সামরিক বাহিনীর নির্বিচার দমন অভিযান প্রমাণ করছে রোহিঙ্গাদের জীবন কিংবা নিরাপত্তার বিষয়টি এখনো বিন্দুমাত্র গুরুত্ব পায়নি তাদের কাছে।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta