হুমায়ূন রশিদ,টেকনাফ(১৯ আগষ্ট) :: আসন্ন পুঁজায় শান্তি-শৃংখলা রক্ষা এবং ওপেন হাউজ ডে উপলক্ষ্যে বিশেষ আইন-শৃংখলা সভায় জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেছেন,জনগনই সকল ক্ষমতার উৎস। পুলিশ জনগণের বন্ধু;জন সেবায় পুলিশের ধর্ম। কোন পুলিশের আচরণ ও কার্যক্রমে জনগণ হয়রানির শিকার হলে এর সমুচিত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
প্রত্যেক সম্প্রদায় স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম চালিয়ে আসছে। আসন্ন হিন্দু সম্প্রদায়ের ধর্ম চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়। অপরাধী ও মাদক পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। সমাজের শান্তি-শৃংখলা রক্ষার্থে ইয়াবাসহ যাবতীয় মাদক চোরাচালান দমনে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা,পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিভিন্ন পয়েন্ট দিয়ে টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাচ্ছে চিহ্নিত কিছু আদম পাচারকারী দালাল। এই রোহিঙ্গারাও আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীরা যে দলের আর মতের হোক না কেন তাদের কঠোর হস্তে দমন করা হবে।
১৯ আগষ্ট বিকাল ৪টায় টেকনাফ মডেল থানা সম্মেলন কক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের এসপি ডঃ একেএম ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এএসপি (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা।এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ মোঃ আশরাফুজ্জামান।
এতে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা,হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদুল আলম জুয়েল,সাংবাদিক আবুল কালাম,কায়সার পারভেজ চৌধুরী,গিয়াস উদ্দিন ভুলু,উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শিবপদ ভট্টাচার্য ও রঞ্জিত কুমার শীল প্রমুখ।
এছাড়া আলেম সম্প্রদায়ের প্রতিনিধি ও টেকনাফ থানায় কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta