মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(১১ সেপ্টেম্বর) :: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার বাঙ্গালী তৎকালীন আরকানে রোহিঙ্গা জনগোষ্ঠিদের কাছে আশ্রয় নিয়েছিলেন। আর এখন মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা জনগণ নির্যাতিত নিপীড়িত হয়ে মাতৃভূমি ত্যাগ করছেন। তাই সময় এসেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় ও সহযোগিতা দিয়ে অতীতের সে ঋণ শোধ করা।
রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গে বিশ^ দরবারে বাংলাদেশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। যেভাবে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের সীমা লংঘন করছে তার বিরুদ্ধে দৃশ্যমান কোন এ্যাকশন দেখাতে পারেনি বাংলাদেশ। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার বাংলাদেশের আকাশ সীমা লংঘনের ঔদ্বত্য দেখাচ্ছে।
এমতাবস্থায় মিয়ানমারকে সমুচিত শিক্ষা দিতে হবে বাংলাদেশকে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বিশ^ ফোরামে বাংলাদেশকে আরো সোচ্চার হতে হবে।
১১ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের হোটেল নিউ স্টার চত্বরে আয়োজিত শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। প্রাক্তন ছাত্র পরিষদ- ১৯৯০, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা জসিম উল্লাহ মিয়াজী।
ছাত্র পরিষদ সদস্য মাষ্টার আবদুল করিম বি.এ ও সাংবাদিক শেফাইল উদ্দীনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ না করলে ঐক্যবদ্ধ ইসলামী প্লাটফরমের মাধ্যমে সামরিক জান্তা সুচিকে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারী দেন।
মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা, নির্যাতন, অগ্নি সংযোগের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি ডা. আলহাজ¦ আমির সুলতান, ঈদগাঁও বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শায়খুল ইসলাম, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ আবদুর রহিম ফারুকী, ঈদগাঁও নিউজ চেয়ারম্যান মো. রেজাউল করিম, ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান আজাদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, মিয়ানমারে নির্যাতিত আলেমেদ্বীন দিল মোহাম্মদ ও বাস্তবায়ক সংগঠনের সদস্য মাষ্টার আমান উল্লাহ প্রমুখ।
গণ্যমান্যদের মধ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রবীণ শিক্ষক জাফর আলম, আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি আবদুল মোনাফ সওদাগর, সদস্য মাষ্টার আমিনুর রশিদ তারেক, ডা. মুজিবুর রহমান, সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান, মেম্বার মো. আবু তাহের, সিএনজি-টেম্পু শ্রমিক সভাপতি বদিউল আলম, নাছির উদ্দীন পিন্টু, শাহিদ মোস্তফা শাহিদ, নুরুল হাকিমসহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।
Posted ১:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta