কক্সবাংলা রিপোর্ট(১৩ সেপ্টেম্বর) :: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযান ও নির্যাতনের ভয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং ও বালুখালী শরনার্থী ক্যাম্পে আসছেন বাংলাদেশে অবস্থানরত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।
এদিন তিনি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে সরাসরি উখিয়ার কুতুপালংয়ে যাবেন।সেখানে দুপুর ১২টায় তিনি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এছাড়াও কুতুপালংয়ের পশ্চিম হিন্দু পাড়ায় আশ্রয় নেয়া হিন্দু শরণার্থীদের শিবির পরিদর্শন করবেন।এরপর বিকাল ৩টায় ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করবেন।
এর আগে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে ৪০টি দেশের রাষ্ট্রদূত ও ৬০ বিদেশী কুটনৈতিক। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এর নেতৃত্বে ৪০ দেশের প্রতিনিধিদলের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইডেন, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, নরওয়ে, কাতার, আরব আমিরাত, ওমান, পাকিস্তান, ইরাক, প্যালেস্টাইন, আফগানিস্তান, ভুটান, নেপালসহ ইউএন মিশনের প্রতিনিধি, বিশ্ব খাদ্য সংস্থা, আইসিআরসি এর উল্লেখযোগ্য প্রতিনিধিরা পরিদর্শনে উপস্থিত ছিলেন ।
এসময় সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত ২৪ আগস্ট রাতে কয়েকটি পুলিশ ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। অভিযানের মুখে প্রাণে বাঁচতে দলে দলে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চার দশকে ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বাংলাদেশ বহন করে চলেছে। এরমধ্যে এই দফায় আরও ৪ লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।
Posted ১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta