মোসলেহ উদ্দিন,উখিয়া(১৩ জানুয়ারী) :: এবছরের চলতি মাসে রোহিঙ্গা শিশুদের জন্য চাইল্ড ক্লাবও চাইল্ড স্পেসসহ ১৫০টি তথ্যকেন্দ্র খুলবে সরকার।সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাজ্জাদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোহিঙ্গা শিশুদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য চাইল্ড ক্লাবও চাইল্ড স্পেস খোলা হবে। এছাড়া যে সব রোহিঙ্গা শিশু বাবা মা হারিয়েছে তাদের জন্য ১৫০টির বেশি তথ্যকেন্দ্র চলতি মাসেই খোলা হবে।
সাজ্জাদুল ইসলাম বলেন, বয়স্কদের পাশাপাশি রোহিঙ্গা শিশুরা নির্যাতিত হয়েছে। তারা মানসিক ভাবে ব্যাপক বিপর্যয়ের মধ্যে কোন রকম জীবন যাপন করতেছে। চাইল্ড ক্লাবে তাদের জন্য খেলাধুলা, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হবে।
নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ করে সম্পর্ক যেন আরো বৃদ্ধি করতে পারে। শিশুদের জন্য তাদের ভাষায় শিক্ষার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বাভাবিক হয়ে ওঠার জন্য তাদের কাউন্সিলিং করানো হবে বলেও জানান।
যেসব রোহিঙ্গা শিশুর বয়স ৬ থেকে ১৮ বছর শুধু তারাই এ ক্লাবের সদস্য হবে। রোহিঙ্গা মাঝিদের নিয়ে প্রতিটি ক্লাবের জন্য আলাদা করে কমিটি করা হবে।তিনি আরো জানান, চাইল্ড স্পেস করার উদ্যেশ্যে হল। বাবা মা- যখন ত্রাণের জন্য যাবে তখন নিারপদ আশ্রয় স্থল চাইল্ড স্পেসে রেখে যাবে। শিশুদের দেখার জন্য রোহিঙ্গাদের মধ্যে থেকে আলাদা করে লোক রাখা হবে।
এ তথ্যকেন্দ্রর মাধ্যমে হারানো শিশুদের বাবা- মাকে খোজে দেয়া হবে। এসব কাজকর্ম করার জন্য রোহিঙ্গা নিজেদের ভাষার লোকদের কে নিয়োগ দেয়া হবে। তাদের কে প্রতি মাসে সামান্য পরিমানে কিছু অর্থ দেয়া হবে বলে সাজ্জাদুল ইসলাম জানান।