কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: ভয়াবহ গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বেড়েই চলেছে নিহতের সংখ্যা৷ অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর আসছে৷ এখনও বহুজন নিখোঁজ৷ পুড়ে যাওয়া বহুতল যেন কংক্রিটের কঙ্কাল৷ দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পরও বহুতল থেকে ধোঁয়া দেখা গিয়েছে৷ সেখান থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে প্রশাসন৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বহুতলে এখনো বহু মৃতদেহ ছড়িয়ে রয়েছে৷ শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ অগ্নিকাণ্ডের জেরে নিখোঁজ ও নিহতদের পরিবার সঠিক তদন্তের দাবি করেন৷
গত বুধবার রাতে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী ৭৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
১৯৭৪ সালে নির্মিত ভবনটিতে ১২০টি ফ্ল্যাট নথিভুক্ত চিল। বহুতলটিতে ৪০০ থেকে ৬০০ জনের বসবাস ছিল বলে জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম৷ আগুন ধরে যাওয়ার পর সেখান থেকে কতজন বেরিয়ে বেঁচেছিলেন তা সঠিক জানা যায়নি৷
Posted ১০:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta