রোতাব চৌধুরী :: শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রান্তিক লবণচাষীদের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
উপদেষ্টা শুক্রবার দুপুরে কক্সবাজার চৌফলদন্ডী লবণ মাঠ ও প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
পরে স্থানীয় লবণ মাঠে লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এর আগে কক্সবাজারে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,কেন্দ্রীয় লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাহাবুদ্দীন, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান লবণের মজুদ, দাম,প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
Posted ৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta