কক্সবাংলা ডটকম(৮ সেপ্টেম্বর) :: ইংলিশদের হয়ে মাইলফলক আগেই ছুঁয়েছিলেন জেমস অ্যান্ডারসন। ৪০০ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে। এবার সেই রেকর্ডকে আরও ছাড়িয়ে হয়ে গেলেন ৫০০ ক্লাবের সদস্য। লর্ডস টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার। অ্যান্ডারসনের রেকর্ড ছোঁয়ার দিনে লর্ডস টেস্টে ২২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দিন ক্যারিবীয়রা গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের লক্ষ্য ছিল লিড নেওয়ার দিকেই। যদিও তাদের ব্যাটিং বিপর্যয়ে সেই সম্ভাবনা ছিল ক্ষীণ। কিন্তু অলরাউন্ডার বেন স্টোকসের সর্বোচ্চ ৬০ রানে এই ইনিংসে এগিয়ে থেকেই ১৯৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এছাড়া ব্রডও ব্যাট হাতে দেন প্রতিরোধ। করেন ৩৮ রান।
ক্যারিবীয়দের হয়ে ৫ উইকেট নেন কেমার রোচ ও ৪টি নেন জেসন হোল্ডার।
আর দ্বিতীয় ইনিংসেই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জেমস অ্যান্ডারসন। ৪৫ রান করা আরেক ওপেনার কিয়েরন পাওয়েলকেও ফেরান তিনি। ক্রিজে আছেন শাই হোপ (৩৫) ও রোস্টন চেস (৩)। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৯৩ রান।