এম.জিয়াবুল হক,চকরিয়া(২৩ ডিসেম্বর) :: লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নতুন পাড়া হিমছড়ি এলাকায় বসতবিটার গাছ কাটা কে কেন্দ্র করে হামলায় মা-মেয়েসহ দুইজন আহত হয়েছে। ঘটনার পর পরিবার সদস্যরা আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে আক্রান্ত পরিবার সদস্যরা জানান, ইউনিয়নের নতুন পাড়া হিমছড়ি এলাকার আবদুল মালেক তার বসতবিটার গাছ বিক্রয়ের জন্য একজন ক্রেতা নিয়ে গেলে ওইসময় একই নুরুল ইসলাম বাধা দেয়। এরপর ক্রেতা ঘটনাস্থল থেকে চলে গেলে বাঁধাদানকারী নুরুল ইসলাম ও সহযোগি নেজামসহ ৫-৬ জন মিলে মালেকের বাড়ীতে হামলা চালায়।
হামলার সময় গৃহকর্তা আব্দুল মালেকের স্ত্রী হনুফা (৪৫) ও মেয়ে রিয়াজুল জন্নাত (১৬) কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেয়া হয়।
আব্দুল মালেক মহেশখালীর ধলঘাট এলাকা থেকে স্ব-পরিবারে চকরিয়া বানিয়ারছড়ার পূর্বে ফাইতংয়ের হিমছড়ি এলাকায় এসে ২০১৪ সালে শামশু উদ্দিন চৌধুরীর কাছ থেকে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। কিছু অবশিষ্ট জায়গায় পরিবারটি গাছ রোপন করে বাগান করেন।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta