শাহাব উদ্দিন,লামা(১৬ জুলাই) :: বান্দরবানের লামায় রুপসিপাড়া ইউপির, ৩ নং ওয়ার্ড মুরুং ঝিরি এলাকায় ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে দুই সন্তানের মা গৃহিনী জোৎস্না বেগম(২৯)কে, কুপিয়ে আহত করেছে একই ইউপির অংহ্লাপাড় এলাকার বাসিন্দা চাইচিমং মার্মা।
শনিবার রাত ১২ টার সময় মদ খেয়ে মাতাল হয়ে উক্ত গৃহিনীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহিনী বাধাঁ দিলে তাকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে চাইচিমং মার্মা।
আহত গৃহিনীর পিতা ইউসূফ আলী (৬০) জানায়, চাইচিমং মার্মার বাড়ী অংহ্লাপাড়া হলেও সে খামার বাড়ী করে মুরুং ঝিরি এলাকায় বসবাস করে, আমার মেয়ের স্বামীর কর্মস্থল লামার বাহিরে হওয়ায় প্রায় সময় চাইচি মং আমার মেয়েকে বিরক্ত করত।
এ বিষয়ে কয়েক বার তার বাবাকে ও আমি জানিয়েছি কিন্তু কোন ব্যাবস্থা নেয়নি শনিবার রাত ১২ টার সময় চাইচি মং মদখেয়ে মাতাল হয়ে আমার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে আহত করে।
পরে আমরা মেয়ে ও নাতিদের আত্ব চিৎকারে এগিয়ে আসলে চাইচিমং পালিয়ে যায় এর পর আমরা তাৎক্ষনিক বিষয়টি ইউ.পি চেয়ারম্যানকে জানিয়ে সকাল বেলা লমা হাসপাতালে আসি চিকিৎসা নেওয়ার জন্য,বর্তমানে আহত গৃহীনি লামা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন আমরা খবর পাওয়ার পর অভিযুক্ত চাইচিমং কে আটক করে থানায় নিয়ে আসি, আহত গৃহীনির পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
Posted ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta