শাহাব উদ্দিন, লামা(১২ জুলাই) :: বান্দরবানের লামায় উপজেলা পরিষদের উদ্দ্যোগে সাংবাদিকদের মাঝে কম্পিউটার বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১১ ঘটিকার সময় লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর কার্য্যালয়ে, লামা প্রেস ক্লাব, লামা রিপোর্টাস ক্লাব ও লামা প্রেস ক্লাবের একাংশ এর মধ্যে মোট তিনটি ডেস্কটপ কম্পিউটার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু,লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়–য়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান, লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রেসক্লাব একাংশের সভাপতি কামালুদ্দিন সহ লামায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থতি সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, সাংবাদিকরা আরো বলেন কম্পিউটার প্রদান করার কারনে আমাদের কাজের গতি অরো বৃদ্বি পাবে,উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন লামায় কর্মরত সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে থাকে, ও জনগণের তথ্য চাহিদা পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করে আমরা আশা করি ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta