মোঃ শাহাব উদ্দিন,লামা(২০ জুলাই) :: নতুন কোন কর আরোপ ছাড়াই বান্দরবান পার্বত্য জেলার লামা পৌরসভায় ২০১৭-১৮ অর্থ বছরের ১৬ কোটি ৯১ লক্ষ ৬১ হাজার ৯’শ ৫১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২ টায় লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), লামা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা জামাল, ফাতেমা পারুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, কাউন্সিলরবৃন্দ ও পৌর এলাকার রাজনীতিবিদ ও সরকারী-বেসরকারী গন্যমান্য ব্যক্তিবর্গ ও লামায় কর্মরত সাংবাদিকগন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মাস-উদ মোরশেদ, সচিব, লামা পৌরসভা, প্রস্তাবিত বাজেট এর উপরে বক্তব্য রাখেন মোস্তফা জামাল, জেলা পরিষদের সদস্য, লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, আবু মুছা ফারুকী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক মেয়র তাজুল ইসলাম, সাংবাদিক প্রিয়দর্শী বড়–য়া, কামরুজ্জামান, কামাল উদ্দিন, তৈয়ব আলী ও কাউন্সিলর মোঃ রফিক, জাহানারা বেগম, সাইফুদ্দিন প্রমুখ।
ঘোষিত অর্থ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে -১ কোটি ৪৭ লক্ষ ৪০ হাজার ১শ’ ৯২ টাকা। মোট রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে- ১ কোটি ৪০ লক্ষ ৬৪ হাজার ৮শ’ ৫১ টাকা। সমাপনি স্থিতি ৬ লক্ষ ৭৫ হাজার ৩শ’ ৪১ টাকা মাত্র। এ খাতে উল্লেখযোগ্য ব্যায়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ১৭ লক্ষ ২৯ হাজার ৮শ’ ৫১ টাকা, স্বাস্থ্য পয়ঃপ্রনালী খাতে ৬ লক্ষ ৯০ হাজার টাকা, শিক্ষা খাতে ৩ লক্ষ ২৫ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ১৭ লক্ষ ৯৯ হাজার টাকা। এছাড়া অন্যান্য খাতে ৪ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।
উন্নয়ন খাতে মোট আয় ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১০ লক্ষ টাকা। লামা পৌরসভার বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন খাতে, জলবায়ু, শহর উন্নয়ন, ব্রীজ, কালভাট, রাস্তা, পৌর পয়ঃ নিষ্কাশন সহ সংস্কার এবং সম্প্রসারণ ও যাবতীয় কার্যক্রমে পৌরসভায় উন্নয়নের ছোঁয়া পড়েছে। তাই পৌরবাসীকে সর্ব প্রকার সহায়তা দেওয়ার জন্য পৌর প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের আন্তরিকতার কারণে অতিদ্রুত লামা পৌরসভা ২য় শ্রেণীতে উন্নীত হয়েছে। লামা পৌরসভা তথা লামা উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সর্বদায় আন্তরিক।
Posted ৬:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta