রোতাব চৌধূরী :: ” নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন ” এ প্রতিপাদ্যে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা,ক্রীড়া চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা-সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার জেলা প্রশাসন ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে অরুণোদয় স্কুল প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রচারণাসহ সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
এ ছাড়া সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব, বলে উল্লেখ করেন তিনি।
সংস্থাটির প্রকল্প পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক নাহিন জামান মৌরী, টিটূসহ বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি – বেসরকারি বিভিন্ন দপ্তর ও নারী সংগঠনের প্রতিনিধিসহ কিশোরীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta