সংবাদ বিজ্ঞপ্তি(৬ সেপ্টেম্বর) :: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার জেলায় ২০০৪ সাল থেকে সুনামের সাথে প্রকাশিত ও বহুল প্রচারিত এবং সনাতন ধর্মালম্বীদের মুখপত্র ‘প্রতিমা’ শারদীয় সংকলনের ১১তম সংখ্যা প্রকাশ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
‘প্রতিমা’ সংকলনের ১১তম সংখ্যার জন্য আগ্রহী সন্মানিত লিখিয়ে বন্ধুদের কাছ থেকে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা ও ছড়া আহবান করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর-এর মধ্যে চঞ্চল দাশগুপ্ত, সম্পাদক, প্রতিমা, দৈনিক আজকের দেশবিদেশ,শহীদ শরণী সড়ক,কক্সবাজার এবং ই-মেইল-chanchalcox@gmail.com অথবা মোবাইল(০১৭৩৬-২০২৬২২ বার ০১৫৫৮ ৩১০৫৫০) এই ঠিকানায় লেখা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta