কক্সবাংলা ডটকম(১৬ আগস্ট) :: বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ বেশ ব্যবসা করছে বলে খবর দিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
দেশটির জনপ্রিয় সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ বললেন, ‘প্রথম তিন দিনেই ৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। আর চতুর্থ দিনে এর আয় ৬৩ কোটির রুপি।’
অন্যদিকে বলিউড কিং খান শাহরুখের নতুন ছবি ‘জাব হ্যারি মেট সজল’ আরও এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে। কিন্তু দশ দিনেও এটি অক্ষয়ের ছবির সমান তুলতে পারেনি। তাদের আয় ৬২ কোটি।
মূলত তৃতীয় দিনেই অক্ষয় তার নতুন ছবি দিয়ে শাহরুখের ছবির আয়কে টপকে যান। তৃতীয় দিনে ‘টয়লেট: এক প্রেম কথা’র আয় ৫১.৪৫ কোটি রুপি।
অন্যদিকে ইমতিয়াজ আলি পরিচালিত শাহরুখ-আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সজল’ ছবিটির ছিল ৪৭ কোটির আয়।
‘টয়লেট: এক প্রেম কথা’র মাধ্যমে অনেকদিন পর ব্যবসাক্ষরা কাটালো বক্সঅফিস। বহু যুগ ধরে প্রচলিত একটি সামাজিক অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই ছবির মূল বিষয়।
খোলা আকাশে নিচে মলত্যাগ, পঞ্চায়েত থেকে স্যানিটেশন বিভাগ, সরকারের ভূমিকা থেকে গ্রামবাসীদের কুসংস্কার ও প্রথম প্রেম থেকে পরিপক্ক রোম্যান্স নিয়েই অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta