কক্সবাংলা রিপোর্ট(১৫ আগস্ট) :: স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পেশাদার সংবাদকর্মীদের সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন(সিবিইউজে)।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসকাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবসের শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পরে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ফজলুল কাদের চৌধূরী,তোফায়েল আহমেদ,প্রিয়তোষ পাল পিন্টু,আমিনুল হক চৌধূরী,বিশ্বজিৎ সেন বাঞ্চু,আব্দুল কুদ্দস রানা,মুজিবুল ইসলাম এবং দীপক শর্মা দীপু।
সভায় বক্তারা বাঙালী জাতি বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহব্বান জানিয়ে বলেন,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল ঘাতকরা। কিন্তু হত্যার ৪২ বছর পরও প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে বঙ্গবন্ধু চির অম্লান হয়ে রয়েছে এবং কেয়ামত পর্যন্ত তা থাকবে।
কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন,কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকতে ঝাউবিথি সৃজনে জাতীর জনকই প্রথম উদ্যোগ নেন।এছাড়া ইনানীতে তার স্মৃতি চিহ্ন রয়েছে।আর তাই বঙ্গবন্ধুর স্মৃতিকে স্বরণিয় করে রাখতে কক্সবাজারে দ্রুত বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবী জানান।
Posted ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta