কক্সবাংলা ডটকম(৩ সেপ্টেম্বর) :: এত দূর্বল শ্রীলঙ্কাকে কবে দেখা গিয়েছে সেটা বোধহয় সুনীল গাভাস্কারও মনে করতে পারবেন না৷ তবে দূর্বল হলেও রেকর্ড তো সবসময়ই রেকর্ড৷ রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রকে ছ’উইকেটে হারাল টিম ইন্ডিয়া৷
লঙ্কার দেওয়া ২৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উবেকেটে সহজ জয় পেল ভারত৷সেইসাথে শ্রীলঙ্কাকে দ্বিতীয়বার ‘হোয়াইটওয়াশ’ করল টিম ইন্ডিয়া৷
২৩৮ রান তাড়া করতে নেমে শতরান করে দলকে জয় এনে দিলেন অধিনায়ক বিরাট কোহলি৷ এদিন শতরান করে ছুঁয়ে ফেললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড৷ ৩৭৫ ম্যাচে পন্টিংয়ের সংগ্রহে ছিল ৩০টি সেঞ্চুরি৷ ১৮১ ম্যাচ কম খেলে প্রাক্তন অজি ক্যাপ্টেনকে ছুঁয়ে ফেললেন কিং কোহলি৷
যদিও রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত৷ শিখর ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পেয়ে ওপেন করতে নামেন অজিঙ্ক রাহানে৷ কিন্তু মাত্র ৫ রানেই ফিরে যান তিনি৷ বেশিক্ষণ ক্রিজে ছিলেন না আগের ম্যাচে শতরান করা রোহিত শর্মাও৷ মাত্র ১৬ রানে ক্রিজে ফিরে যান মুম্বইকর৷ এরপর প্রথমে মনীশ পাণ্ডে(৩৬) এবং পরে কেদার যাদবকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ভারত অধিনায়ক৷ তবে জয়ের থেকে ভারত যখন মাত্র দু’রান দূরে তখনই ফিরে যান কেদার যাদব(৬৩)৷
অধিনায়ক কোহলি অপরাজিত থাকেন ১১০ রানে৷ বিরাটের সঙ্গে ১ রান করে অপরাজিত থাকেন ধোনি৷ শ্রীলঙ্কান বোলারদের মধ্যে কেউই তেমন দাগ কাটতে পারেননি৷
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক উপুল থরাঙ্গা৷ কিন্তু ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই ফিরে যান ডিকওয়েলা(২)৷ এরপর ক্রিজে আসা মুনাওয়েরাও(৪) আউট হন দ্রুত৷ এরপরই দলের হাল ধরেন থরাঙ্গা এবং লাহিরু থিরিমানে৷ ৪৮ রানে শ্রীলঙ্কান অধিনায়ক আউট হলে অ্যাঞ্জেলো ম্যাথিউজ(৫৫) এবং থিরিমানে(৬৭) দলের রানকে এগিয়ে নিয়ে যান৷ কিন্তু এই দু’জন আউট হতেই ম্যাচে ফিরে আসে টিম ইন্ডিয়া৷ শেষপর্যন্ত ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কাবাহিনী৷
ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর কুমার৷এই হারের ফলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া কার্যত অনিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার৷ তাঁদের তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের দিকে৷
রবিবারের কলম্বো একসঙ্গে তিনটি রেকর্ডের সাক্ষী থাকল৷ টেস্ট ও ওয়ানডেতে একসঙ্গে হোয়াইটওয়াশের রেকর্ড তো রয়েইছে, এদিনের জয়ের ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে দ্বিতীয়বার ৫-০ ব্যবধানে জয় পেল ভারত৷ এর আগে ২০১৪-১৫ শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত৷
এদিকে, ওয়ানডে ম্যাচে ১০০ স্টাম্পিং করে নজির গড়লেন ধোনি৷ ভেঙে দিলেন কুমার সাঙ্গাকরার ৯৯টি স্টাম্পিংয়ের রেকর্ড৷
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta