কক্সবাংলা ডটকম(৩১ আগস্ট) :: টেস্টের পর ওয়ান ডে সিরিজেও লঙ্কাকে হোয়াইটওয়াশের পথে হাঁটতে চলেছে বিরাটবাহিনী৷ বৃহস্পতিবার কলম্বোয় চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৮ রানে হারাল ভারত৷ সেই সঙ্গে পাঁচ ওয়ান ডে সিরিজে ৪-০ এগিয়ে গেল টিম কোহলি৷ আর এর ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা৷ বিশ্বকাপ খেলতে এবার যোগ্যতাঅর্জন ম্যাচ খেলতে হবে ১৯৯৬-এর বিশ্বকাপ জয়ী লঙ্কা’কে৷
প্রথম ব্যাটিং করে লঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ বিরাট কোহলি ও রোহিত শর্মা জোড়া সেঞ্চুরিতে ৩৭৫ রান তোলে ভারত৷ ৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেলেন বিরাট৷ ১৭টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন ক্যাপ্টেন কোহলি৷১০৪ রানের ইনিংস খেলেন রোহিত৷ হাফ-সেঞ্চুরি করেন মণীশ পাণ্ডে এবং ৪২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি৷
এদিন কেরিয়ারে ৩০০ ওয়ান ডে ম্যাচ খেলতে নামেন ধোনি৷ মাইল্টোন ম্যাচে বিশ্ব রেকর্ডও করেন মাহি৷ ৭৩বার নট-আউট থেকে টপকে যান শন পোলক ও চামিণ্ডা ভাসকে৷ ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের উপর ছড়ি ঘোডা়ন ভারতীয় ব্যাটসম্যানরা৷ বিরাট কোহলি ও রোহিত শর্মার জোড়া শতরানে শ্রীলঙ্কার সামনে ৩৭৬ রানের টার্গেট রাখে ভারত৷ রান তাড়া করতে নেমে ২০৭ রানে গুটিয়ে যায় লঙ্কা৷ ১৬৮ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ করে ফেলে টিম কোহলি৷
এর আগে৭৬ বলে সেঞ্চুরি করে ওয়ান ডে কেরিয়ারে ২৯তম শতরান করলেন কোহলি৷ সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাস তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি মালিক হলেন বিরাট৷ মাত্র ১৯২টি ম্যাচে ২৯টি সেঞ্চুরিটি করেন ভারত অধিনায়ক৷
কোহলির আগে রয়েছেন দুই কিংবদন্তি৷ সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন৷ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ৪৯টি সেঞ্চুরি করে শিখরে মাস্টার ব্লাস্টার৷ ৪৬৩টি ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেছেন ক্রিকেটঈশ্বর৷ সচিনের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন পন্টিং৷ প্রাক্তন অজি অধিনায়কের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ৩০টি৷ ৩৭৫টি ম্যাচে এই সংখ্যক সেঞ্চুরি করেন ‘পান্টার’৷ অর্থাৎ আর একটি মাত্র সেঞ্চুরি করলেই পন্টিংকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷
এর আগে ২১৮তম ওয়ান ডে ক্রিকেটার হিসেবে এদিন অভিষেক হয় শার্দুল ঠাকুরের৷ কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ান ডে ম্যাচের আগে মুম্বইয়ের ডানহাতি পেসারের হাতে টিম ইন্ডিয়ার ২১৮ নম্বর ক্যাপটা তুলে দেন কোচ রবি শাস্ত্রী৷ কিন্তু সচিনের ১০ নম্বর জার্সিটা কেন বিসিসিআই এই রকম একজন ক্রিকেটারকে দিল তা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম৷ এ নিয়ে বোর্ডকে একহাত নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা৷ ক্রিকেটঈশ্বরের জার্সিটা যে অন্য কেউ পড়ার যোগ্য নয়, তা কি ভুলে গিয়েছে বিসিসিআই৷ ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সচিন ফ্যানেরা৷
গত বছর ভারতীয় দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে গিয়েছিলেন শার্দুল৷ কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি৷ বৃহস্পতিবার স্বপ্ন সত্যি হল মুম্বইয়ের বছর পঁচিশের ডানহাতি পেসারের৷ কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হল শার্দুলের৷ কিন্তু অভিষেকেও বিতর্ক৷ সচিনের ১০ নম্বর জার্সি গায়ে চাপানো নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে৷ বোর্ডের সমালোচনা করেছে অনেকেই৷ সচিনের মহান ক্রিকেটারের জার্সি কেন শার্দুলের মতো একজন ক্রিকেটারকে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ঘটনাচক্রে তাঁর জার্সিও সচিন তেন্ডুলকরে মতো ST-10. মানে শার্দুল ঠাকুর-10.
Posted ২:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta