জামাল জাহেদ(১০ জুন) :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলায় আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদের প্রার্থী হবেন এমন নেতাদের নাম লোকমুখে আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেতে বর্তমান এমপির পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনে দলীয় নেতারাও বিভিন্ন অনুদান,রাজনৈতিক কর্মসূচী ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এলাকার বিভিন্ন ধরণের উন্নয়নের সেই চিত্রগুলো সম্ভাব্য প্রার্থী ব্যক্তি ইমেজে বা নিজেদের প্রচেষ্টার বিষয়টিও স্থানীয় জনগনকে তুলে ধরার চেষ্টা করছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা।
তবে কক্সবাজারের আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্যরা ছাড়াও সম্ভাব্য অনেকের নামও আলোচনায় আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমল,জেলা মহিলা সংস্থার সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কবরী, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের পুত্র রাসেদুল ইসলাম,রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান এমপি আশেক উল্লাহ রফিক,নতুন হিসাবে মহেশখালী উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা কামরুল হাসান,পরিবেশ বিজ্ঞানী ডঃ আনচারুল করিম,কুতুবদিয়ার ফরিদুল ইসলাম চৌধূরী,সমাজ বিজ্ঞানী সাদতউল্লাহর নাম সর্বত্রে শুনা যাচ্ছে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনটি বরাবরেই জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হতে পারে তবে দলীয় মনোনয়ন দৌড়ে সিআইপি সালাউদ্দিন আহমেদ,চকরিয়া পৌরসভা মেয়র জাফর আলম,সুচিন্তা বিভাগীয় নেতা আশরাফুল ইসলাম সজিব।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাংসদ আব্দুর রহমান বদির টিকিট বহাল থাকছে নাকি অন্য কোন নতুন মুখের সন্ধান পাবেন এ আসনের জনগণ তা নিয়ে আলোচনা সবখানেই। এতদিন এ আসনে এমপি বদির বিকল্প হিসেবে দলীয় প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে রযেছেন তারা হলেন, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, টেকনাফের শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়া। তবে বর্তমানে সিনিয়র সাংবাদিক তোফাইল আহমেদ গ্রীন সিগন্যাল পেয়েছেন বলে জেলায় বেশি আলোচিত হচ্ছে।
তবে আওয়ামীলীগ হাইকমান্ড সূত্রে জানা গেছে, এবার মনোনয়নের ক্ষেত্রে তরুণ ও পরিচ্ছন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যার মধ্যে অধিকাংশ থাকছে নতুন মুখ।
Posted ২:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta