বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার জেলার মাতারবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতঘর পাড়ার বাসিন্দা গুনুমিয়ার পুত্র রায়হান উদ্দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এ ঘটনায় তার বড় ভাই পারভেজ সহ আরো ৬ জন মারাত্মক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম -কক্সবাজার সড়কের লোহাগড়ায় ২৫ জানুয়ারী সকালে ।
জানা যায়, তাঁরা দুই ভাই সহ ১৪ জন বন্ধু মিলে একটি হায়েস গাড়ী যোগে ২৫ জানুয়ারী সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণে যাচ্ছিল।
তাঁদের গাড়ীটি লোহাগড়ায পৌঁছার মাত্রই বিপরীত থেকে আসা কার্গো মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হায়েস গাড়ীটির অর্ধেক অংশ ধুমডে -মুচড়ে যায়।
এ সময় রায়হান ঘটনা স্থলে মারা যান। আরো ৬ জন মারাত্বক আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের মৃত্যুর সংবাদ শুনার সাথে সাথে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Posted ১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta