বার্তা পরিবেশক(৭ জুন) :: কক্সবাজারের ডায়বেটিস পয়েন্ট সংলগ্ন বিয়াম ফাউন্ডেশনে আজ বর্ণাঢ্য আয়োজনে শেষ হল পানিহাটি চিড়া দধি মহোৎসব ২০১৭। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মান্যবর জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আলি হোসেন।
তিনি বলেন আমাদের সকলকে একসময় না একসময় ধর্মের পথেই পা বাড়াতে হবে। সমাজের সকল বিশৃঙ্খলা প্রতিরোধ করতে সকলকে ধর্মের পথেই এগিয়ে যেতে হবে। অন্যতায় এহেন সমস্যা থেকে কখনই উর্ত্তীর্ন হতে পারব না।
অনুষ্ঠানে প্রধান আশির্বাদক হিসাবে উপস্থিত ছিলেন ইস্কন সন্ন্যাসীবৃন্দের অন্যতম শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। তিনি পৃথিবীর সকল প্রানী তথা মানব জাতির কল্যানে অমিয় বাণী প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট্রের মাননীয় ট্রাষ্টি শ্রীযুক্ত প্রিয়তোষ শর্মা চন্দন।
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীযুক্ত বাবু বাবুল চন্দ্র বনিক। তিনিও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বিগ্নে ধর্মপালনে অনুপ্রানিত করেন এবং ইস্কনের সুদুর প্রসারী কার্যক্রমের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুজা উদ্যাপন পরিষদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত রনজিত দাশ ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবুল শর্মা। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত দীপক দাশ ও উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত দাশ মহোদয়। উপস্থিত সকলেই ইস্কনের ধর্ম প্রচারের বিশেষ প্রশংসা করেন।
তারা বলেন ইস্কন না থাকলে হিন্দু ধর্ম কি এটা আমরা জানতাম না । সারা বিশ্বের কাছে একমাত্র ইস্কনেই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম কে পরিচিত করে তুলেছেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্কনের সহ সভাপতি শ্রীমান পুষ্পশীলা শ্যাম দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমান চারু চন্দ্র দাস ব্রহ্মচারী , যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীমান জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ জ্যোতিস্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও বাংলাদেশের বিভিন্ন মন্দিরের অধ্যক্ষবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েলারী মালিক সমিতির মান্যবর সভাপতি শ্রীমান ঝুন্টু ধর।
এছাড়াও সিলেট- চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনূষ্ঠান মালার মধ্যে ছিল নগর সংকীর্ত্তণ শোভাযাত্রা, মহা অভিষেক, সমুদ্র¯œান, ধর্মীয় আলোচনা সভা, মহা প্রসাদ বিতরণ ও নীলাচল কাল্চার সেন্টারের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Posted ১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta