কক্সবাংলা ডটকম(২৭ মে) :: জলসীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে এবং শান্তি নিরাপত্তা বজায় রাখতে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারতীয় নৌবাহিনী৷ পূর্ব এশিয়া এবং দক্ষিণ ভারত মহাসাগর সীমান্তে শান্তি বজায় রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ ভারতীয় নৌবাহিনীর ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ অনুযায়ী এই বিশেষ টহলদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷
আগামি ২৬ থেকে ৩০ মে নৌসেনা সাহ্যাদ্রি এবং কামোরটা জাকার্তে জলসীমান্তে টহল দিতে যাবেন৷ অপরদিকে, সুরব্য আগামি ১ থেকে ৫জুন অবধি ওই এলাকায় টহল দেবেন৷
ভারতীয় নৌসেনা মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে নিরাপত্তা বজায় আরও জোরদার করার জন্য জলসীমান্তে এই বিশেষ সার্চ অপারেশন চালানো হচ্ছে৷ এর পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও সংহতি বজায় রাখার বিষয়টিও এখানে বিশেষভাবে দেখা হচ্ছে৷
Posted ১১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy