কক্সবাংলা ডটকম(৯ আগষ্ট) :: সরকারি চাকরিজীবীর চেয়ে সাংবাদিকের বেতন বেশি। তাই তাদের ওয়েজবোর্ডের দরকার নেই। সচিবালয়ে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে রাজধানীতে প্রায় পাঁচশোর মতো পত্রিকা থাকলেও, মানসম্মত পত্রিকার সংখ্যা ১৫ থেকে ২০টি। তাই বেশিরভাগ নামসর্বস্ব পত্রিকার জন্য ওয়েজবোর্ড নির্ধারণের কোনো প্রয়োজন নেই।
উপস্থিত সাংবাদিকরা এমন মন্তব্যের বিরোধীতা করলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পরে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta