বার্তা পরিবেশক(৪ আগষ্ট) :: আসন্ন জন্মাষ্টমী উৎসবে অর্থ বরাদ্দ, শারদীয় দুর্গোৎসবের ৪৭ বছরের প্রচলিত অর্থ বরাদ্দের পরিবর্তে সময়োপযোগী বরাদ্দ বৃদ্ধি, দুর্গোৎসবে ৩দিনের সরকারি ছুটি প্রদানসহ ৭ দফা দাবি জানিয়েছে কক্সবাজারের সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার ৪ আগষ্ট সকালে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ সরকারের কাছে ৭ দফা দাবি উপস্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঈশ্বর ভগবান শ্রীকৃষের জন্মাষ্টমী পূজা ও উৎসব উদযাপনের জন্য অর্থ বরাদ্দ, স্বাধীনতা পরবর্তি প্রতি দুর্গাপূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সেই ৪৭ বছরের প্রচলিত অর্থ বরাদ্দের পরিবর্তে সময়োপযোগী বরাদ্দ বৃদ্ধি করে প্রতি মন্ডপের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ, দেশের সবচেয়ে বৃহৎ প্রতিমা বিসর্জন হয় কক্সবাজারে।
তাই সমুদ্র সৈকতের বিশাল প্রতিমা বিসর্জন উৎসবের জন্য বিশেষ অর্থ বরাদ্দ, ২০১৬-২০১৭ অর্থ সালে সারাদেশের মঠ, মন্দির ও শ্মশানের জন্য ২০০০ কোটি বরাদ্দকৃত অর্থ দ্রুত প্রদান করা, কিছু মন্দির ও শ্মশানের জমি বেদখল হয়েছে, এখনো অব্যাহত আছে, তা পূর্নউদ্ধার ও দখলমুক্ত করা, দুর্গোৎসবের জন্য ৩ দিনের ছুটি প্রদান করা এবং সম্প্রতি কক্সবাজার শহর সমাজসেবা কার্যালয়ের কর্মরত পৌর সমাজ কর্মী কুমকুম আচার্য্যকে মানসিক নির্যাতন করে শহর সমাজসেবা অফিসার ফরিদুল আলম। যার প্রেক্ষিতে হার্ট এ্যাটাকে কুমকুম আচার্য্যরে মৃত্যু হয়। এমন অভিযোগ যথাযথ তদন্ত পূর্বক দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-‘ বর্তমানে নানাভাবে বিভিন্ন সমস্যায় রয়েছে হিন্দুরা। এসব সমস্যা থেকে উত্তোরণ করা না হলে এদেশে হিন্দুদের বসবাস কঠিন হয়ে পড়বে। তাই উল্লেখিত দাবিসহ বিদ্যমান সমস্যা থেকে উত্তোরণের জন্য ৭ দফা দাবি বাস্তবায়ন করা প্রয়োজন।’ সেই সাথে তিনি সনাতন ধর্মালম্বলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা কমিটির কেন্দ্রিয় সদস্য দুলাল কান্তি চক্রবর্তি, উপদেষ্টা প্রিয়তোষ পাল পিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পৌর কাউন্সিরর রাজবিহারি দাশ, সাধারণ সম্পাদক সুনিল দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, এম আর চৌধুরী, কর্মকর্তা স্বপন পাল নাজির, দীপক শর্মা দীপু, স্বরুপম পাল পাঞ্জু, বিশ্বজিত পাল বিশু, বিপুল সেন, দীপ্তি শর্মা, বেন্টু দাশ, স্বপন দাশ, বিপ্লব মল্লিক শুভ, খোকন দাশ, শাউন চক্রবর্তি, জনি ধর।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক দাশ. টেকনাফ কমিটির সভাপতি শিব পদ ভট্রাচার্য্য, সাধারন সম্পাদক অধ্যাপক সুধীর কান্তি চক্রবর্তি, রামুর আহবায়ক তপন মল্লিক, চকরিয়ার সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পেকুয়ার সভাপতি সুমন বিশ্বাস, মহেশখালির সহসভাপতি বিপিন দে, কুতুবদিয়ার সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ, উখিয়ার সভাপতি স্বপন শর্মা রনি, কক্সবাজার পৌর পূজা কমিটির সভাপতি ডা: চন্দন কান্তি দাশ, সাধারণ সম্পাদক স্বপন গুহ, চকরিয়া পৌর কমিটির সভাপতি টিটু বসাক, সহ সভাপতি সুজিত দাশ।
Posted ৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta