কক্সবাংলা ডটকম(২১ ডিসেম্বর) :: শাহরুখের সঙ্গে বহুদিনের বচসা প্রায় মিটে এসেছে সলমন খানের। কিন্তু এবার বলিউডে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হতে চলেছে সলমন খান ও রণবীর কপূরের মধ্যে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে।
সম্প্রতি সলমনকে একটি ম্যাগাজিনের ফোটোশ্যুটের প্রস্তাব দেওয়া হয়। সেই ফোটোশ্যুটে রণবীর কপূরও থাকবেন। এই খবর শুনেই প্রস্তাব নাকচ করে দেন সলমন।
শুধু রণবীর নয়, এই ফোটোশ্যুটে অমিতাভ বচ্চন, বরুণ ধবনও থাকবেন বলে জানা গিয়েছে। কিন্তু রণবীরের নাম শুনেই না করে দিয়েছেন সলমন খান।
এখন প্রশ্ন, রণবীরের উপরে কেন এত ক্ষুব্ধ সলমন? প্রতিবেদনটির দাবি, কারণ হিসেবে উঠে এসেছে ক্যাটরিনা কাইফের নাম। ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমনের সম্পর্কের কথা সকলের জানা।
কিন্তু ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯) ছবিতে অভিনয় করার সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাট ও রণবীর। এখন যদিও সেই সম্পর্ক আর টেকেনি।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta