প্রেস বিজ্ঞপ্তি(২৩ জুন) :: কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২২ জুন বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হল রুমে সংগঠনের আহবায়ক, কক্সবাজার খবর.অনলাইনের প্রতিষ্ঠাতা ও দৈনিক ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ন আহবায়ক ও দৈনিক আমাদের কক্সবাজারের মফস্বল সম্পাদক এম.এ আজিজ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, আরটিভির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার এর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুর রহিম শাহীন এবং মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল।
বক্তব্যকালে অতিথিরা বলেন, পবিত্র রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কলম সৈনিকদের মানুষের সেবায় বিলিয়ে দিতে হবে নিজেকে। তার মধ্যে সবার উর্ধ্বে থাকবে দেশ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সাংবাদিক সংসদ কক্সবাজার’র সদস্য সচিব ও কক্সবাজার বেতার প্রতিনিধি রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ.এম নজরুল ইসলাম, দৈনিক ইনানীর প্রধান প্রতিবেদক বলরাম দাশ অনুপম, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, দৈনিক হিমছড়ির প্রধান প্রতিবেদক ছৈয়দ আলম, দৈনিক সকালের কক্সবাজার’র স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার ৭১ এর স্টাফ রিপোর্টার এমডি ফরিদ ও সাইফুল ইসলাম প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন দৈনিক রূপালী সৈকতের স্টাফ রিপোর্টার ছৈয়দ উল্লাহ আজাদ।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta