কক্সবাংলা ডটকম(১৫ জানুয়ারি) :: একটি গবেষণা প্রতিবেদনে বিরূপ মন্তব্যের কারণে সিপিডিকে ধুয়ে দিয়েছেন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির কড়া সমালোচনা করেছে বলেছেন, বাংলাদেশকে ‘টেনে নামাতে’ চাইছে সিপিডি।
সরকারের উন্নয়নের নেতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির এমন রিপোর্টে ক্ষোভ প্রকাশ করে ‘অল আর রাবিশ’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।এ বিষয়ে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, ‘নো নো নো অল আর রাবিশ’। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যে এতসব অর্জন করেছে, এই ব্যাপারে কখনোই সিপিডি স্বীকার করে না। তিনি বলেন, সিপিডি বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা কখনো বাংলাদেশের উন্নয়ন চোখে দেখে না। শুধু নেতিবাচক দিকগুলো তুলে ধরে।
সচিবালয়ে রবিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সিপিডির প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী এসব কথা জানান।
এদিকে বাণিজ্যমন্ত্রী বলেন, সিপিডি দেশবাসীকে হতবাক করেছে। উন্নয়নের সব শর্ত পূরণ করে বাংলাদেশ যখন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে আগামী মার্চ মাসে, তখন সিপিডি দেশের উন্নয়নের সমালোচনা করছে। এ রিপোর্ট প্রকাশের মাধ্যমে সিপিডি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিল বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী রবিবার ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের কাছে সিপিডি নিয়ে মন্তব্য করেন।
২০১৭-১৮ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা নিয়ে গত শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন করে সিপিডি তাদের প্রতিবেদন প্রকাশ করে।
এ সময় সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে ব্যাংক কেলেঙ্কারির বছর হিসেবে ২০১৭ সাল চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে চললেও ধনী-গরিব বৈষম্য না কমে বরং বেড়েছে বলে জানায় সিপিডি।
অর্থমন্ত্রী সিপিডির প্রতিবেদন সম্পর্কে আরো বলেন, বাংলাদেশ যে এতসব অর্জন করেছে, এ ব্যাপারে কখনোই সিপিডি রিকগনাইজ করেনি। কই, অত বড় কেলেঙ্কারি হয়ে গেল, তখন তো তারা কিছু বলেনি। রাগের স্বরে তিনি বলেন, সিপিডি বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা কখনো বাংলাদেশের উন্নয়ন চোখে দেখে না, শুধু নেতিবাচক দিকগুলো তুলে ধরে। সিপিডির ওই প্রতিবেদন নিয়ে আরেকজন সাংবাদিক আরেকটি প্রশ্ন করতেই মুহিত বলেন, নো নো নো, অল রাবিশ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সিপিডি দেশবাসীকে হতবাক করেছে। যদি সিপিডির প্রকাশিত গবেষণা রিপোর্ট সঠিক হয়, তা হবে দুঃজনক। সিপিডি দেশের উন্নয়ন খুঁজে পায় না। বিশ^ব্যাংকসহ দেশি-বিদেশি বিশে^র বিখ্যাত অর্থনীতিবিদ, অর্থনৈতিক গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। সিপিডি সেখানে বাংলাদেশের উন্নয়ন খুঁজে পাচ্ছে না।
তোফায়েল আহমেদ বলেন, এ রিপোর্ট প্রকাশের মাধ্যমে সিপিডি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিল। যারা এক সময় বাংলাদেশকে বলত তলাবিহীন ঝুড়ি এবং বিশে^র দরিদ্র দেশের রোল মডেল। আজ তারাই বলছে বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। সেখানে সিপিডি বাংলাদেশের উন্নয়ন খুঁজে পায় না। বিএনপির বক্তব্যের সঙ্গে সিপিডির বক্তব্যের কোনো পার্থক্য নেই।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta