এম.জিয়াবুল হক,চকরিয়া(৮ আগস্ট) :: সিলেট জালালাবাদ কলেজে ছাত্রলীগ নেতার উপর জামাত শিবিরের নৃশংস হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপুর্বক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের অজ¯্র নেতাকর্মীর অংশগ্রহনে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবির আবারও মাথা চড়া দিয়ে উঠেছে। এখনই তাদের বিষদাঁত ভাঙতে হবে।
ছাত্রলীগ যেখানে আক্রান্ত হবে, জবাবে পাল্টা আক্রমণ হবে। তা হবে ভীষণ ভয়ংকর আক্রমণ। কোন প্রতিষ্ঠান বা পরিষদ আক্রান্ত হলে, ছাত্রলীগ কোনদিন চুপটি মেরে বসে থাকবে না। কঠিনদশা প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হবে।
অনুষ্ঠিত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজুন, উপজেলা ছাত্রলীগ নেতা পাপেল, কলেজ ছাত্রলীগ নেতা জাহাংগীর আলম, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শ্রাবন, সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল বারেক টিপু, বরইতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবলু।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের ২য় বর্ষের সভাপতি, সম্পাদক, ব্যবসা শিক্ষা বিভাগের ২য় বর্ষের সভাপতি, সম্পাদক ও কলেজ ছাত্রলীগের বিপুল নেতাকর্মী।
Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta