
কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে গুম করার পর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত নেয়া হয়েছিলো ।
সেই জায়গা শনিবার ঘুরে দেখালেন সালাহউদ্দিন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গুম-খুন নিয়ে ডকুমেন্টারীর শুটিংয়ে অংশ নিতে তিনি সকালে সিলেটে আসেন।
ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছে তিনি সরাসরি চলে যান তামাবিলে। প্রথমে তামাবিল স্থলবন্দর এলাকা দেখেন সালাহউদ্দিন।
পরে যান খাসিয়া হাওরের খেলার মাঠ এলাকায়। জঙ্গলাকীর্ণ এলাকার একটি সড়ক পথ দিয়ে তিনি কিছু সময় হাটেন।
তিনি অনুমান করেন ওই রকম একটি পথ দিয়ে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিলো। এসময় তার সঙ্গে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
সেখানে আইনি জটিলতা ও মামলা মোকাবিলা করার কারণে তিনি প্রায় ৯ বছর ভারতে অবস্থান করেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ই আগস্ট দেশে ফিরেন তিনি।

Posted ১:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta