নজরুল ইসলাম,কুতুবদিয়া :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব অপরিহার্য।
তিনি দাবি করেন, দীর্ঘ সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সৎ নেতৃত্ব গড়ে উঠতে বাধা দিয়েছে এবং দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে দুঃশাসনের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশকে এক ব্যক্তির ইচ্ছার মেশিনে পরিণত করেছে।
তবে তরুণ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় ফিরে পেয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখা আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের মূল বক্তব্য:
হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা বাংলাদেশ থেকে বৈষম্য চিরতরে দূর করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর জন্য জনগণের সমর্থন ও সহযোগিতা জরুরি।” তিনি দেশবাসীকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অন্য বক্তাদের মতামত:
দক্ষিণ ধুরুং ইউনিয়নের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জাকির হোসাইন, উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সম্মেলনে স্থানীয় নেতারা দলীয় ঐক্য এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
Posted ১২:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta