কক্সবাংলা ডটকম(৩০ ডিসেম্বর) :: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নামছেন তামিল সুপারস্টার রজনীকান্ত।
রোববার (৩১ ডিসেম্বর) সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডবে ভক্তদের সঙ্গে সাক্ষাতপর্বের ষষ্ঠ দিনে রাজনীতিতে প্রবেশের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রজনীকান্ত। ছাড়া তিনি বিদ্যমান কোন দলে যোগ না দিয়ে নতুন একটি দল গঠনের ইঙ্গিত দিয়েছেন।
রজনীকান্ত তামিল নাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের সবকটিতে নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার রজনীকান্ত ভক্তদের সমাবেশে বলেন, রাজনীতির সঙ্গে আমার যোগ নতুন কিছু নয়। ১৯৯৬ সাল থেকেই রাজনীতির সঙ্গে যোগ রেখে চলেছি। তবে, প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসতে একটু দেরিই হয়ে গেল। আগামী ৩১ ডিসেম্বর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।
Posted ২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta