কক্সবাংলা ডটকম(২২ মে) :: নানা কথা শুরু হয়। তখন থেকে আর সেভাবে নজরুলের গান গাইনি। আর নতুন যে অ্যালবামটি করলাম, এটা বলা যায় সেই পুরনো ভালোবাসা ও ঋণ শোধ করার প্রয়াস। ’
কথাগুলো বলছিলেন আধুনিক গানের অন্যতম শিল্পী সুবীর নন্দী। ২৪ মে এ গায়কের নজরুলসংগীতের অ্যালবাম আসছে। এতে তার সঙ্গে আছেন ছন্দা চক্রবর্ত্তী।
দ্বৈত নজরুলসংগীতের এ অ্যালবামের নাম ‘মোরা ছিনু একেলা’।
এদিন রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গবেষক-অধ্যাপক রফিকুল ইসলাম, সংগীতজ্ঞ সুধীন দাস, খিলখিল কাজীসহ অনেকে।