সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারে স্যানিটারী পণ্য ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইডিই বাংলাদেশ ও দাতা সংস্থা দ্য সোর্স অফ জুসেস ক্রিস্ট অফ লেটার ডে সেইন্টস (এলডিএসসি) এর উদ্যোগে ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের আওতায় বুধবার, ৪ ডিসেম্বর কক্সবাজারস্থ একটি হোটেল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথির হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, লিক্সিন কর্পোরেশনের টিম লিডার রাশেদুল ইসলাম সরকার, আএফএল এর জোনাল ম্যানেজার মো. মুবিন হোসেন, আইডিই বাংলাদেশ টিএলটিএন এর প্রকল্প কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, ফিল্ড টিম লিডার জ্যোতির্ময় মজুমদার মিটু ও কারিগরি বিশেষজ্ঞ (ওয়াশ) আশরাফুল আলম।
কর্মশালায় বক্তারা বলেন- সুস্বাস্থ্যের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। গ্রামের অনেক মানুষ এখনো নিরাপদ, আধুনিক, স্বাস্থ্যসম্মত স্যানিটারি সামগ্রী ব্যবহারে পিছিয়ে রয়েছে। ফলে সহজে রোগব্যাধি বিস্তার লাভ করছে।
এক্ষেত্রে স্যানিটারি পন্য বিক্রয় প্রতিষ্ঠাগুলো অনন্য ভূমিকা রাখতে পারে। তাঁরা চাইলে সমাজের প্রতিটি স্তুরে মানুষের মাঝে পরিবারের আর্থিক চাহিদার সাথে সংগতি রেখে মানসম্পন্ন স্যানিটারি পন্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারবে।
কর্মশালায় জনসাধারণের দৈনন্দিন জীবনে স্যানিটারি পণ্যের ব্যবহার আরও স্বাস্থ্যসম্মত, প্রযুক্তি নির্ভর ও সহজলভ্য করার বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা ও নাটিকা প্রদর্শন করা হয়। দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার অর্ধ শতাধিক স্যানিটারী পন্য বিক্রয় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী অংশগ্রহন করেন।
উল্লেখ্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতার সংকট মোকাবিলায় কক্সবাজারের ৫টি উপজেলায় কাজ করছে দাতা সংস্থা হেলেন কেলার, ভিটামিন এঞ্জেলস ও আইডিই। উপজেলাগুলোর মধ্যে রয়েছে, কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া ও পেকুয়া।
‘পুষ্টির মাধ্যমে জীবন পরিবর্তন করা’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এসব উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য পুষ্টির দিক থেকে দূর্বল জনসংখ্যা, গর্ভবতী মহিলা, শিশুদের জন্য ক্ষুদ্র কৃষি, অর্থনীতি, সুপেয় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে উন্নয়ন চ্যালেঞ্জ সমাধানে সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রের অবসান ঘটাতে উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার উদ্যোগ নেয়া হবে।
Posted ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta